Main Menu

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায়ও আমাদের শিশুদের উৎসাহিত করে তুলতে হবে ——পৌর মেয়র নায়ার কবীর

+100%-


হুমায়ুন কবীর বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার সকালে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ (বডিং মাঠ) এ অনুষ্ঠত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। হুমায়ুন কবীর বিদ্যানিকেতনের অধ্যক্ষ জিন্নাত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইকবাল আহমেদ খান, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি সবুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ। সুস্থ দেহ ও সুস্থ মন সতেজ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি বলেন নতুন প্রজন্মরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।






Shares