র্যাপ মেধাবী অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান:: দারিদ্র মুক্তির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে হবে-সমাজসেবা উপ পরিচালক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন পাঘাচং গ্রামে অবস্থিত রুরাল অ্যাসিসটেন্স ফর পুওর ইমপ্লয়মেন্ট (র্যাপ) এর বার্ষিক সাধারণ সভা এবং র্যাপ মেধাবী অ্যাওয়ার্ড- ২০১৫ বিতরণ অনুষ্ঠান গতকাল ১৫ নভেম্বর রোববার সকালে মাছিহাতা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন র্যাপ নির্বাহী পরিষদের আইন উপদেষ্টা এ পি পি এডঃ মোঃ ইসমাঈল মিঞা। র্যাপ নির্বাহী পরিচালক মোঃ আশিকুর রহমান ভূঁইয়ার উপস্থাপনায় ও স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ডিলার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমানী পদকে ভূষিত কুলিয়ার চর উপজেলাধীন ছয়সূতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান জসীম, র্যাপ নির্বাহী পরিষদ সদস্য জেসমিন আক্তার, তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ খুরশিদুর রহমান ভূঞা ও প্রধান শিক্ষক আবু অহিদ, এনজিও কর্মকর্তা নূরে আলম সিদ্দিক। আয়োজকদের পক্ষ থেকে বাছাইকৃত বাসুদেব, উরশীউড়া, আহরন্দ, কাছাইট এর পিএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রধান অতিথি শিক্ষায় উৎসাহমূলক পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা উপ- পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে র্যাপ যে কার্যক্রম চালাচ্ছে তা খুবই প্রশংসনীয়। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি দরিদ্রদের সহযোগিতায় ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, দারিদ্র মুক্তির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে হবে। সমাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। (প্রেস বিজ্ঞপ্তি)