রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর ২০তম “চার্টার এন্ড ফ্যামিলি নাইট-২০২২” অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস ২০তম “চার্টার এন্ড ফ্যামিলি নাইট-২০২২” অনুষ্ঠান গত ১৭ মে, মঙ্গলবার শহরের মালেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর “চার্টার এন্ড ফ্যামিলি নাইট-২০২২” কমিটির প্রোগ্রাম চেয়ার চার্টার প্রেসিডেন্ট রোটারীয়ান সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. মজিবুর রহমান পিএইচএফ সূচনা বক্তব্য রাখেন। রোটারী প্রত্যয় পাট করেন রোটারীয়ান সৈয়দ সাদরুল হুদা নিয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২১-২০২২ এর রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারীয়ান আবু ফয়েজ খান চৌধুরী এম.পিএইচএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদা পিএইচএফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর ফাস্ট লেডি বেগম মুনমুন আফরোজ, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর জোনাল উপদেষ্টা রোটারীয়ান পিপি ডাঃ মোঃ আবু সাঈদ পিএইচএফ, জোনাল কো-অর্ডিনেটর রোটারীয়ান পিপি মোঃ আক্তার হোসেন, এসিষ্ট্যান্ড গর্ভনর রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্জার সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোটারীয়ান পিপি রুহুল আমিন ভূইয়া বকুল, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান ডাঃ ফখরুজ্জামান ভূইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২১-২০২২ এর ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিঃ এম. এম. কামাল উদ্দীন পিএইচএফ।
প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির বলেন, রোটারিয়ানরা মানবসেবার ব্রত নিয়ে বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও পরিবর্তনে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে রোটারিয়ানরা সব সময় ঐক্যবদ্ধ। তিনি বলেন, রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত। রোটারিয়ানরা তাদের এই মহৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন, একইভাবে নিজের জন্য স্রষ্টার সান্নিধ্য লাভের পথ সুগম করছেন। সব রোটারিয়ানই সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও সেবার পথে অসাধারণের কর্মের মাধ্যমে সফল পথিক হবেন সেটাই আমার বিশ্বাস। পৃথিবীর সব থেকে উত্তম কাজ হলো মানবসেবা।
আলোচনা শেষে ৩ জন দুঃস্থ পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।