রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা সবাই মিলে সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করব– পুলিশ সুপার মিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেছেন, আমরা জনগণকে সাথে নিয়ে সকল অপকর্ম ধুলিসাৎ করে দিব। তিনি যারা মাদকদ্রব্য বিক্রেতা, ভূমিদস্যু বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন তাদের ভালো হয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, স্বাভাবিক জীবনে ফিরে না আসলে করুণ পরিণতি হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা সবাই মিলে সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করব। তিনি বলেন, ব্যক্তি মিজানুর রহমান সারাজীবন ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে না, আপনারা থাকবেন, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আপনার চারপাশ আপনাকেই নিরাপদ রাখতে হবে। আমি যতদিন ব্রাহ্মণবাড়িয়ায় আছি, ততদিন আপনাদের পাশেই থাকবো।
তিনি সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নয়নপুর স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
৯নং ওয়ার্ড নয়নপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল কালাম মাষ্ঠারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ মুরাদ খান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, চেম্বার পরিচালক শাহ মোঃ কামাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ খান আশা। এছাড়া সভায় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা এস এম মনিরুল ইসলাম অপু’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি ও নয়নপুর গ্রামবাসীর পক্ষে খন্দকার শফিকুল আলম স্বপন।