Main Menu

রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন

+100%-

রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণও। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৪৮টি কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ অন্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় ইভিএমসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।






Shares