যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ না হওয়া অবদি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে–আল মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, মহান একাত্তরের বিজয়ের দ্বারপ্রান্তে যে আলবদর-আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠতম সন্তান বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করেছিলো বতমান সরকার শেখ হাসিনার নেতত্বে সেই কুলাঙ্গারদের বিচার কাজ চালিয়ে যাচ্ছে। সকল হুমকি-ধামকি উপেক্ষা করেই এ সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজ চালিয়ে যাবে। তিনি আরো বলেন,যতোদিন যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ না হবে ততোদিন আমাদের সকলকে সর্তক থাকতে হবে। তিনি বুধবার বিকালে শহরের হালদারপাড়ায় দলীয় কাযালয়ে বুদ্ধিজীবি দিবসে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীরের সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চেধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,শ্রম সম্পাদক শেখ মো.মহসিন,শিল্প-বানিজ্য সম্পাদক শাহআলম,অথ সম্পাদক মহসিন মিয়া,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কাযকরী সদস্য জায়েদুল হক,সৈয়দ মো.আসলাম,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মালেক চেধুরী,যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার,স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,সহসভাপতি বিজয় কষ্ণ পাল,শহর যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন রনি,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।