Main Menu

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে হবে ————মোকতাদির চৌধুরী এমপি

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারো বিজয় সুনিশ্চিত করতে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি বুধবার বিকালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মনবাড়িয়া শহর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশে এত উন্নয়ন। তিনি বলেন, সেদিন বেশী দূরে নয়, যেদিন বাংলাদেশ উন্নত- সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে। শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য, সন্ত্রাস দমনে সরকার সাফল্য অর্জন। আইন-শৃংখলা বাহিনীর যথাযথ উদ্যোগের ফলে দেশে নাশকতার হার অনেক কমে গেছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। দেশ এখন বিদ্যুতে সয়ংসম্পূর্ন, দেশের যাতায়াত ব্যবস্থায় বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা জনগনের সামনে তুলে ধরার আহবান জানান মোকতাদির চৌধুরী এমপি।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মজিবুব রহমান বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরি মন্টু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার।সাগত্য বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকল ইসলাম। পরিচালনা করেন যুগ্ন সাধারন সম্পাদক মো জামাল খাঁ।অনুষ্টিত বর্ধিত সভায় জেলা, উপজেলা ও প্রত্যেক ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






Shares