মাদকের মামলায় ২ জনের সাজা
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দু’টি পৃথক মামলার দুই রাযে দুই আসামীকে পৃথক ভাবে ৫ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে।
গতকাল মামলা দু’টির রায় ঘোষনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মামলা নং-২৬ তাং-১৮/০১/২০১৩ইং সিজেএম ৭৮৭/১৩ জিআর ২৬/১৩ (বিজয়নগর) মামলায় জেলার বিজয়নগর থানাধীন নোয়াগাঁও গ্রামের মোঃ শওকত আলীর পুত্র আসামী মোঃ নুরুল আমীন প্রকাশ রুহুল আমীন (পলাতক) এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক) ধারায় দোষী সাব্যস্থ করে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে রায় ঘোষনা হয়।
অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মামলনং-৫৪ তাং-১০/১/১২ইং সিজেএম ৪১৭/১২ জিআর ৫৪/১২ (সদর) মামলায় লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার পশ্চিম কেওড়া গ্রামে মৃত মোস্তফার পুত্র আসামী মোঃ জামাল (পলাতক) এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক) ধারায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে রায় ঘোষনা করা হয়।
দুই আসামী পলাতক থাকায় আত্মসর্মপন বা গ্রেফতারের তারিখ থেকে সাজা মেয়াদ কার্যকর হবে।