Main Menu

মহান মে দিবস:: ছুটি পালনের দাবীতে এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

+100%-

hotel
মহান মে দিবসে স্ব-বেতনে সর্বাত্মক ছুটি পালনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ‘হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ এর উদ্যোগে কিশোর শ্রমিক রিয়াদ হত্যাকারী ঘরোয়া হোটেলের মালিক সোহালের ফাঁসি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সার্বিক সামাজিক নিরাপত্তাসহ নিম্নতম মূল মজুরী ১০ হাজার টাকা ঘোষণার দাবীতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা শাখার অস্থায়ী কার্যালয় শহরের জগত বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এক সমাবেশে মিলিত হয়।

জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক কমরেড মোঃ নজরুল ইসলাম।

জেলা হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন পাঠানের পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা নিমাই ঘোষ, মোহাম্মদ আলী, জেলা কমিটির নেতা দীনেশ পাল, দুলাল পাল, সঞ্জু মালাকার, এরশাদ, তোফায়েল, কুদ্দুছ, হোসেন, মুন্না, বারেক, নিয়াজ, জামাল, সেলিম, রুহুল আমীন, গোপাল, আকাশ ও খলীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা মহান মে দিবসে স্ববেতনে সর্বাত্মক ছুটি কার্যকরের দাবী জানান। বক্তারা বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। শ্রমিক শ্রেণীর ঐক্য, সংহতি ও মজুরী দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার শপথ নিতে মহান মে দিবস পালিত হয়। বক্তারা আসছে মহান মে দিবসে শ্রমিকদের স্ববেতনে ছুটি দিয়ে মহান মে দিবসের মর্যাদা রক্ষা করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা কিশোর হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারীদের বিচার দাবী করেন। পাশাপাশি হোটেল সেক্টরে নতুন মজুরী বোর্ড গঠন করে শ্রমিকদের উপযুক্ত প্রতিনিধি নিয়োগসহ নতুন নিম্নতম মূল মজুরী ১০ হাজার টাকা ঘোষণা ও মজুরী কাঠামো নির্ধারনের দাবী জানান বক্তারা।প্রেস রিলিজ






Shares