মহান একুশে উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামীলীগ
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামীলীগ। ২০ ফেব্রুয়ারি রাত ১১ টায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জমায়েত হয়। এরপর রাত সাড়ে ১১ টায় শোক র্যালী সহ নেতাকর্মীরা সরকারী কলেজ এলাকায় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাত ১২ টা এক মিনিটের পর শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,এক নং সহসভপতি সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন,পৌর মেয়র মিসেস নায়ার কবীর,সহসভাপতি তাজ মো.ইয়াছিন,হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দি খান খোকন,সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,অর্থ সম্পাদক মহসিন মিয়া,শিল্প সম্পাদক শাহআলম,শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়া,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লা বাহার,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ,সাধারণ সম্পাদক মালেক চৌধুরী,কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ,যুব মহিলালীগ সভাপতি রাবেয়া খাতুন,সাধারণ সম্পাদক আলম তারা দুলি,ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ,সাধারণ সম্পাদক রাসেল মিয়া।