ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা করতে হবে – পৌর মেয়র নায়ার কবীর
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) কে সফল করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভা ওরিয়েন্টেশন ও কর্র্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, সাংবাদিক মোঃ শাহজাদা, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর রেজাউল করিম, সংরক্ষণ পরিদর্শক মীর মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা করতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভিটামিট এ প্লাস ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে। তাই সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে আমাদের সকলের ভূমিকা রাখা অত্যন্ত জরুরী। পৌর এলাকার কোন শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেন থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।প্রেস রিলিজ