ভাটপাড়ায় প্রবাসীর ভবন ণির্মাণ কাজে চাঁদা দাবী। মালামাল লুট। খুনের হুমকি
ষ্টাফ রিপোটার॥ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কর্তৃক দালান ভবন নির্মাণ কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দাবী নির্মাণ সামগ্রীর রড লুট এবং খুন করার হুমকি দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় এসডিআর এজাহার নং ৮১৯/ তাং-২৩.০৪.২০১৬ইং রজু হয়েছে।
সদর উপজেলাধীন নাটাই ইউপির ভাটপাড়া গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে। আমতলী বাজার সংলগ্ন ভাটপাড়া গ্রামের পূর্ব পাড়ার কাউসার বাদী হয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দাখিলকৃত এজাহরের সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ বাদী তার নিজ বসত বাড়িতে ৩তলা ফাউন্ডেশন দিয়ে দালান ভবন নির্মাণ করার লক্ষ্যে নির্মাণ সামগ্রী ইট, রড, সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী এনে জড়ো করে কাজ আরম্ব করলে একই এলাকার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এলেম খাঁ ও তার বড় ছেলে রাসেল মিয়া গত ১৫ এপ্রিল বাদীর বাড়িতে গিয়ে বলে, আমাদের এলাকায় বিল্ডিং এর নির্মাণ কাজ করতে হলে আমাদেরকে মোটা অংকের টাকা সহ নজরানা দিতে হবে। নতুবা এখানে নির্মাণ কাজ করতে পারবে না।
বাদী এ ঘটনা এলাকার সাহেব সর্দারসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে জানাইলে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল সকালে বাদী মোঃ কাউসারের বাড়িতে বে-আইনী জনতাবদ্ধে হাজির হয়ে নির্মাণ শ্রমিকদের ধমক দিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে কাজ বন্ধ রাখতে বলে।
এ সময় বাদী এর কারণ জানতে চাইলে এলেম খাঁ উত্তেজিত হয়ে সাটের কলার ধরে ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। এছাড়া কাজ করতে দেওয়া হবে না। কাউসার নিজেকে রক্ষার চেষ্টা করলে এলেম খার ২ছেলে রাসেল ও মারুফ মিয়া তার ২ হাত সজোরে চেপে ধরে চাঁদার টাকা না দিলে তাকে খুন করার ভয়ভীতি প্রদর্শণ করে। এ সময় নির্মাণ শ্রমিকরা এগিয়ে এসে কাউসারকে প্রাণে বাচায়। এরই মধ্যে এলেম খার ছেলে আপেল ও তার ভাই মিলন মিয়া নির্মাণ সামগ্রীর ৪৫০কেজি রড লুট করে অন্যান্যদের সহায়তায় ভ্যান গাড়িতে করে নিয়ে যায়। এ সময় হুমকি দিয়ে বলে, এভাবেই তারা চাঁদার টাকা আদায় করে থাকে। আর এ ঘটনায় কোন শালিস দরবার অথবা মামলা মোকাদ্দমা করলে কাউসারকে খুন করে ফেলবে।