Main Menu

‘ব্রিটিশ সরকারকে আমেরিকা সতর্ক করেছে তারেক রহমানকে বিপদজ্জনক ব্যক্তি হিসেবে:নৌ-পরিবহন মন্ত্রী

+100%-

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে নারাজ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তারেককে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ব্রিটিশ সরকারকে আমেরিকা সতর্ক করেছে তারেক রহমান বিপদজ্জনক ব্যক্তি হিসেবে। তাকে একজন সন্ত্রাসী মানুষ হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। আমরাও তাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করি না, তাকে সন্ত্রাসী হিসেবে জানি।’

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের এই নেতা।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর বক্ত্যব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আল্লাহু আকবর শ্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলা ধ্বনি দিয়ে। বাংলাদেশের রণধ্বনি ছিল জয় বাংলা, জাতীয় শ্লোগান ছিল জয় বাংলা।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধী সমাবেশের প্রাক্কালে শাজাহান খান সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

পরে তিনি আখাউড়া স্থলবন্দর উন্নয়ন কমিটির এক সভায় যোগদেন। এতে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Shares