ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অফিস কাম বাসভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন টেংকেরপাড় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অফিস কাম বাসভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন। ভিস্তিপ্রস্তর স্থাপনকালে সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির উজ জামান বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত সুপার (সদর সার্কেল) রেজাউল কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সদর সার্কেল অফিস প্রাঙ্গণে তিনি বেলুন ও পায়রা অবমুক্ত করেন। এছাড়া তিনি একটি স্মারক বৃক্ষের চারা রোপন করেন।
« একজন সফল রাজনীতিবিদের অনন্য দৃষ্টান্ত তিনি_ এডঃ হুমায়ুন কবীর এর আত্মজীবনী মূলক গ্রন্থ “আমার জীবন স্মৃতি-২” প্রকাশনা উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শত বছরের সম্প্রীতি রক্ষায় আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি উৎসব »