Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, একজন নিহত

+100%-
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত ব্যক্তি দুবলা গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে জামাল মিয়া (৫৫)। তবে আহতদের নাম জানা যায়নি। এদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে আর বাকিরা গ্রেফতার আতঙ্কে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন। তখন গুরুতর আহত জামাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।





Shares