সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমেই নেতৃত্বের বিকাশ ঘটে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত :: কাজী খায়রুল আলম সভাপতি, তরিকুল ইসলাম রায়হান সাধারণ সম্পাদক
গতকাল বুধবার বিকাল ৩টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লী জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্। প্
রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, কে নেতা হলেন সেটি মুখ্য নয়; কে কতটুকু সাংগঠনিক দায়িত্ব পালন ও ভূমিকা রেখেছেন; সেটিই নেতৃত্ব বিকাশের একমাত্র মাধ্যম। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে লালন করে নিজেকে তৈরী করার জন্য আহবান জানান।
সম্মেলনে সভাপতি পদে কাজী খায়রুল আলম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হানসহ ৬ জনের নাম ঘোষণা করা হয়।প্রেস রিলিজ