Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঞ্চল্যকর জামাল হত্যা মামলার চার আসামী গাজীপুর থেকে গ্রেফতার

+100%-

স্টাফ রিপোর্টার॥ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের জামাল হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাজিব হোসেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- মুসলিম মিয়া, হৃদয় মিয়া, আকরাম মিয়া ও রফিক মিয়া। জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাজিব হোসেন গতকাল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ী এলাকা থেকে চাঞ্চলকর জামাল হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেন। এস.আই মোঃ সাজিব হোসেন জানান, মামলার বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

পূর্বের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক : আহত ১৫

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে জামাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
গত ২৫শে মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত জামাল মিয়া দুবলা গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে।
বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলম ভূঁইয়া মোবাশ্বের জানান, দীর্ঘ দিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুপুরে উভয় পরে লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই টেঁটা বিদ্ধ হয়ে জামাল মিয়ার মৃত্যু হয়। এ সময় উভয় পরে কমপক্ষে ১৫ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনুর রহমান সংঘর্ষে জামাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 






Shares