ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) পালিত
বাংলাদেশ শিশু একাডেমী,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ,পুরস্কার বিতরণ,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে ২১ নভেম্বর ১২ রবিউল আওয়াল ১৪৪০ হিজরি বুধবার জেলা পরিষদে শিশু একাডেমীর কার্যালয়ে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (্উপ সচিব) আয়েশা আকতার ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাই টিভি’র জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) দুনিয়ায় শান্তির দূত হিসেবে আবির্ভুত হয়েছিলেন ।যখন আরব বিশ্বে মুসলমানরা দাঙ্গা হাঙ্গামা সহ উশৃঙ্খল জীবন যাপন করছিল তখন তিনি মানুষকে ইসলাম ধর্মে অনুপ্রাণিত করে ইসলাম ধর্মের পথে নিয়ে আসেন। সারা মুসলিম বিশ্বে শান্তি স্থাপন করেন।মহানবী (সা:) এর আদর্শ ও জীবন থেকে শিক্ষা নিয়ে চললে আজকের শিশুরা আগামী দিনের পূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে ।পরে হামদ/নাত ও আযান প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ মসজিদের খতিব মাওলানা ক্বারী মো.আনিছুর রহমান।