ব্রাহ্মণবাড়িয়া রামরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: ৩০ জন আহত
দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুঘর্টনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মরিয়ম (২), লিজা (২৫), ইশান (২০), খাদিজা (৬৫), তিথী (২০), অপর্ণা রায় (২২), আবু কাউসার (৩৬), আরজ উদ্দিন (৭০), ইয়াছিন মিয়া (৪০), এলাছ মিয়া (৫০), দিদার আলম (২২), সুরাইয়া বেগম (৬৫), হুমায়ুন মিয়া (৪০), মানিক মিয়া (৩০), ভানু (৫০), জিতু মিয়া (৩০), বাদল মিয়া (৩২), সুরমা বেগম (২৯)। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক জানান আহতদের চিকিৎসা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান কাউতলী থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস আখাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়। গুরতর ১৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।