‘‘ব্রাহ্মণবাড়িয়া মৌলবাদীদের শহর নয়, এটি সংস্কৃতির শহর’’ -প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
গত ০৭ এপ্রিল ২০১৬খ্রিঃ বৃহস্পতিবার বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে ‘‘জেলা পুলিশের উদ্যোগে বর্ষবরণে ১২ জানুয়ারির তান্ডবের প্রতিবাদ জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহরজুড়ে মঙ্গল প্রদীপ জ্বালানো হবে’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটির প্রথম অংশে ‘‘ব্রাহ্মণবাড়িয়ায় গত ১২ জানুয়ারি ২০১৬খ্রিঃ মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠান ও রেলস্টেশন, হাসপাতালে নারকীয় তান্ডবের প্রতিবাদ জানাতে বর্ষবরণের দিন শহরজুড়ে মঙ্গল প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হবে’’ উল্লেখ করা হয়েছে।
সংবাদটির অপর একটি অংশে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এর উদ্ধৃতি দিয়ে ‘‘বর্ষবরণে সারা শহরে মঙ্গল প্রদীপ জ্বেলে প্রমাণ করতে চাই ব্রাহ্মণবাড়িয়া মৌলবাদীদের শহর নয়, এটি সংস্কৃতির শহর’’ উল্লেখ করা হয়। প্রকৃত পক্ষে সভায় ‘‘মাদ্রাসা ছাত্রদের’’ এবং ‘‘ব্রাহ্মণবাড়িয়া মৌলবাদীদের শহর নয়, এটি সংস্কৃতির শহর’’ এ বাক্য দু’টি উচ্চারিত হয়নি। সংবাদে এ দু’টি বাক্য মিথ্যাভাবে প্রকাশ করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া।