ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সাফল্য:: কুখ্যাত অস্ত্রধারী ডাকাত বিপ্লব গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, এসআই ইশতিয়াক আহমেদ, এসআই মিজানুর রহমান, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গতকাল ০৫/০৪/১৬ইং তারিখ ২৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত বিপ্লব মিয়া (৪৬), পিতা-মৃত তালেব হোসেন, সাং-ভাদুঘর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন রামরাইল ব্রীজের অনুমান ২০০ গজ দক্ষিণে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশের্^ বালুর মাঠ নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে হাতে নাতে ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০২ টি তাজা কার্তুজ, ০১ টি রামদা ও ০১টি বল্লম সহ আটক করা হয়।
উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা এবং উক্ত আসামীর বিরুদ্ধে পৃথক ভাবে অস্ত্র আইনের মামলা মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী বিপ্লব এর বিরুদ্ধে অত্র থানায় খুন/ডাকাতি/দস্যুতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টাসহ থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।