ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেটটি নান্দনিকভাবে বহুতল ভবনে রূপান্তরিত হলে ব্যবসার প্রসার ঘটবে – মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌর পরিষদের মাসিক সভায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর আধুনিক সুপার মার্কেটের নান্দনিক ডিজাইন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উপস্থিতিতে অনুমোদন করেছে পৌর পরিষদ। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী, কাউসার আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর আধুনিক সুপার মার্কেটটি পুনরায় নান্দনিকভাবে বহুতল ভবনে রূপান্তরিত হলে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারবে। তিনি এ সময় পৌর আধুনিক সুপার মার্কেটটিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ নান্দনিক ডিজাইনে রূপান্তর করে নির্মাণ করার জন্য পৌর পরিষদের প্রতি আহবান জানান। তিনি এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের পরিচ্ছন্নতা কর্মসূচীর পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাল খনন করার জন্য একটি কর্মসূচী গ্রহণ করার জন্য আহবান জানান।
পৌর নাগরিকদের উন্নয়নে পৌর পরিষদকে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি শারদীয় দূর্গোৎসব আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে সেদিকে পৌর পরিষদ সজাগ দৃষ্টি রাখতে হবে।