ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
পুনিয়াউটে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন কালে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। শহরের প্রায় প্রত্যেক এলাকায় রাস্তা ড্রেন নির্মান ও সংস্কার হ বিভিন্ন কাজ চলমান আছে। অনেক এলাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের সব গুলো প্রকল্পর সঠিক বাস্তবায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে পরিনত হবে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। মেয়র গতকাল সকালে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি একটি সুন্দর,পরিচ্ছন্ন পৌরসভা গঠনে পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, হাজী মোঃ হেলাল উদ্দিন, এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এড. তাজুল ইসলাম খান পিপি, হাজী মোঃ শাহজান খান, বীরমুক্তিযোদ্ধা হাজী মুরাদ খান, মামুনুর রশিদ খান, আনোয়ারুল ইসলাম খান, জাহাঙ্গীর খান, আনোয়ার খান, খলিলুর রহমান, সৈয়দ মোঃ আশেক, শাহাদৎ হোসেন খান, লিয়াকত আলী খান, সামছুল হক খান, আশরাফ খান আশা, আল ফয়সাল, রাজিব আহমেদ রনি, জামান খাঁ, মোঃ ইলিয়াছ খান পিন্টু, মোঃ আবুল হাসিম, আবুল খায়ের, মোঃ আলাউদ্দিন, মোঃ সেলিম, মোঃ সোহেল প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।