ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়ায় দেড় কি.মি. অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রতিনিধি ॥আবাসিক গ্যাস সংযোক বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ লক্ষ টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এক শ্রেণীর অসাধু ঠিকাদার। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম মুসা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গত চার মাস আগে সেন্টু নামের জনৈক ঠিকাদার গ্রাহক প্রতি এক লাখ টাকা নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম মুসা জানান, অভিযানে সরকারপাড়ার প্রায় দেড় কিলোমিটার এলাকায় থাকা দুইশ আবাসিক গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত হয়। এরপর গ্যাস আইন ২০১০ এর ১০ ধারার ২ উপধারার ‘ক’ এর আওতায় এসব অবৈধ সংযোগের পাইপ লাইন বন্ধ করে দেওয়া হয়।
এদিকে এক শ্রেণীর অসাধু ঠিকাদার চক্র অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।