Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

+100%-

jasad(প্রেস বিজ্ঞপ্তি) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল দক্ষিণ কালীবাড়ী মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা মোঃ ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের প্রতিষ্ঠা সদস্য মোঃ জিল্লুর রহমান, মোঃ হুমায়ুন কবির, জালাল উদ্দিন জালু, মোঃ সামছু উদ্দিন, আরো বক্তব্য রাখেন অ্যাডঃ নজরুল ইসলাম, সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক লিটন চৌধুরী, মোঃ ফজল মাষ্টার ও মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনীতি এখন দুই শিবিরে বিভক্ত। একটি হলো স্বাধীনতার পক্ষের শক্তি অপর হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি ও থাকব।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিয়া মোঃ নূরুল হক, আব্দুল কুদ্দুছ, জিল্লুর রহমান, সামছু উদ্দিন আহম্মদ, আবুল কাসেম, খালেদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, ওয়াসিম আহম্মদ পায়েল, অ্যাডঃ সামছুল হক, কাজী শাহজাহান, মোঃ জিয়া কারজাই নিয়ন, মোঃ ওমর ফারুক ঝুন্নুন, মোঃ সাইফুর রহমান ও মোঃ আল আমিন প্রমুখ।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মোঃ জিল্লুর রহমানকে আহবায়ক, ইয়াকুব মাষ্টারকে যুগ্ম আহবায়ক, আব্দুল হামিদকে সদস্য সচিব ও হুমায়ুন কবির, মিয়া মোঃ নূরুল হক, মোঃ সামছু উদ্দিন আহম্মদ, ফজল মাষ্টার, মোঃ কামাল উদ্দিন, মোঃ কাজী শাহজাহান, ওমর ফারুক জুন্নুন, জিয়া কারজাই নিয়ন, অ্যাডঃ সামছুল হক, ওয়াসিম, জালাল উদ্দিন জালু, মোঃ আবুল বাসর ভূইয়া রতন, আব্দুল কুদ্দুছ ও আবুল কাসেম, মোঃ রেজাউল করিম, লিটন চৌধুরীকে সদস্য ১৯ সদস্যবিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।






Shares