Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের কারা নির্যাতিত নেতা আবদুল্লাহ্ আল বাকী’র ইন্তেকাল

+100%-

ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক জেলা আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা উন্নয়ন পরিষদের সম্মানীত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সদা হাস্যমুখর ব্যক্তিত্ব জননেতা আবদুল্লাহ্ আল বাকী (৬৫) আর নেই। ২৭ জুলাই, সোমবার বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাওয়ার হাউজ রোডস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ভাই, ৬ বোনসহ বিপুল সংখ্যক, আত্মীয় শুভাকাংখী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ মোবাইল ফোনে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ার পর সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত পর্যন্ত তাঁকে শেষবার দেখার জন্য বাসভবনে সর্বস্তরের মানুষের ভীড় জমে।

সংগঠণের উপদেষ্টা আবদুল্লাহ্ আল বাকী’র মৃত্যু সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, স্থায়ী কমিটির সদস্য আরমান উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস মরহুমের বাসভবনে ছুটে যান এবং তাঁর স্ত্রীসহ পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা শান্তনা জানান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।






Shares