Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা সিলেট মহাসড়কের কাউতলিতে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান (বিপিএম,পিপিএম বার) । এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রেজাউল কবির, সদর মডেল থানার ওসি নবীর হোসেন, জেলা ট্রাফিক পরিদর্শক আহমেদ নূর, ট্রাফিক পরিদর্শক মোঃ ইকবাল পারভেজ, আবু দাওদ।

শহরের টি.এ রোডে অভিযানে উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন নিজামী, আবু হানিফ, গুঞ্জন কুমার দেব, সার্জেন নাজমুল। কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরায় অভিযান পরিচলনা করেন ট্রাফিক পরিদর্শক আজহার উদ্দিন, বিপুল নাহার প্রমুখ। এ সময়ে মহাসড়কের পাশে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইন্সেস না থাকাই সব মিলিয়ে ১৩৫টি মামলা দেয়া হয়।

এর মধ্যে ট্রাফিক আইনে ৮৬টি মামলা দেয়া হয়। ভ্রাম্রমাণ আদালতের মার্ধ্যমে ৪৯টি মামলা জরিমানা করে ২২,৮০০টাকা আদায় করে মামলা নিষ্পতি করা হয়। এসময় স্কাউট দলের সদস্যরা ট্রাফিক সাপ্তাহ উপলক্ষে জেলা পুলিশকে অভিযানে সহযোগিতা করে।






Shares