Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিশিষ্ট চিকিৎসক মো. আবু সাঈদ, দৈনিক সরোদ পত্রিকার সম্পাদক পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রেরণার উৎসব, প্রাণের উৎসব। বর্ষবরণে কো
নো ধর্মীয় আবরণের সম্পর্ক নেই। সব ধর্মের মানুষ একসঙ্গে এই প্রাণের উৎসবে মেতে ওঠেন। সবার সম্মিলত প্রচেষ্টায় বাংলা সংস্কৃতি আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন বক্তারা।

পরে উদ্বোধনী আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঊষা নৃত্যালয়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

উৎসব উপলক্ষে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর প্রাঙ্গণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০টি স্টল সাজানো হয়েছে।

বৈশাখী উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব।






Shares