Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দীন খাঁ সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশের পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য চাষীদের ঐক্যবদ্ধভাবে এবং দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।






Shares