ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী এমপি
মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস-২০১৭ এর উদ্বোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। রোববার সকাল ১১টায় পৌরশহরের পুনিয়াউট বাইপাস রোডস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ক্যাম্পাসে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (গ্রেড-০১) প্রফেসর ফাহিমা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, প্রফেসর আব্দুন নূর, অংকুর অন্বেষা বিদ্যাপীঠের অধ্যক্ষ মঞ্জুরা বেগম।
প্রধান অতিথির বক্তব্য মোকাতদির চৌধুরী এমপি বলেন, বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের ছোবলে যুব সমাজ আজ ধ্বংসের মুখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনূর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোঃ বাহাউদ্দিন, পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ের দিক নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণার কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদকমুক্ত করার লক্ষে এ কর্মসূচী অব্যাহত থাকবে। মাদকবিরোধী কর্মসূচী হিসাবে জানুয়ারী মাসব্যাপী জেলা-উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী মাইকিং, পোস্টারিং, স্টিকার লাগানো, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় চিহ্নিত মাদক স্পটে ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ছাড়াও মাসের বিভিন্ন সময়ে মাদকবিরোধী চিত্রাংকন, দেয়াল লিখন, স্বল্পদৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন, গণস্বাক্ষর সংগ্রহ, লিফলেট বিতরণ সহ আরও ব্যাপক কর্মসূচী পালিত হবে।