ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘন্টার কর্মবিরতি
সরকারি কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশন।
গতকাল ১৫ জানুয়ারি সোমবার সকালে পৌর ভবন প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সংরক্ষণ কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান প্রমুখ।
« আগামী ২৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নির্বাচন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় কলেজ ছাত্রী রিতা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন »