ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের অবস্থান কর্মসূচী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচীতে জেলার নয়টি উপজেলা থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ের সামেন এ কর্মসূচী পালন করেন।
জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি হুছাইন আহমেদ খাঁ’র সভাপতিত্বে কর্মসূচী চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ডা. মো. আবু সাঈদ, সহসভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশের কমিউনিটি ক্লিনিকে কর্মরত প্রায় সাড়ে ১৪ হাজার কর্মচারির চাকুরি জাতীয়করণ করা হচ্ছে না বিগত সাত বছর ধরে। এতে সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে তারা আর্থিক দৈন্যদশায় জীবনযাপন করছেন। ফলে তারা অনতিবিলম্বের তাদের চাকুরি জাতীয়করণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।