ব্রাহ্মণবাড়িয়ায় “খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন, শীর্ষক এডভোকেসি সভা
ব্রাহ্মণবাড়িয়ায় “খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুণ ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন” শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সভায় মূল বক্তব্য উপস্থাপন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি চীফ মোহাম্মদ আবদুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন সিাভল সার্জন হাসিনা আক্তার,পরিবার পকিল্পনা বিভাগের উপপরিচালক অরবিন্দ দত্ত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক শিক্ষক, এনজিও পতিনিধি সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ।
জেলা প্রশাসক খাবারে অতিরিক্ত লবণ পরিহারের আরো সতর্কতা হওয়ার পরামর্শ দেন।
« বিজয়নগরে উপজেলার চেয়ারম্যানদের সাথে প্রার্থীদের সভা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শিশুকে ধর্ষণের পর হত্যা : ধর্ষকের স্বীকারোক্তি »