ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে আওয়ামীলীগ
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। আর একটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাতে পরেনি রিটার্নি কর্মকর্তা।
রোববার রাতে জেলা প্রশাসনের হলরুমে রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এই ফলাফল ঘোষনা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীক প্রার্থী বিএম ফরহাদ হোসেন ১ লাখ ১১০ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান ৬০ হাজার ৭৭৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রার্থী ৮১ হাজার ২৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) ৬৯ হাজার ২২ ভোট পেয়েছন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নৌকা মার্কার প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ৩ লাখ ৯৩হাজার ৫২৩ভোট, ধানের শীষ প্রার্থী খালেদ হোসেন মাহবুব ৪৬ হাজার ৭৭ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৮৬৫ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ২ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকা মার্কা প্রতীকের প্রার্থী নতুন মুখ এবাদুল করিম ২ লাখ ৫৫ হাজার ৫২৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী কাজী নাজমুল হোসেন ১৭ হাজার ২১ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নৌকার প্রার্থী এ বি তাজুল ইসলাম ২ লাখ ৭৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী ১ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।