Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবির পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আখাউড়ার বাউতলা সীমান্ত ও বিজয়নগরের চান্দুরা এলাকায় বিজিবি-২৫ ও বিজিবি-৬০ ব্যাটালিয়ন এ অভিযান চালায়।

অভিযানে পাঁচ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে বিজিবি।

৬০ বিজিবির (সুলতানপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার দিনগত রাতে সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। যার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।

অন্যদিকে বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৬১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এসময় ভারতীয় ৪৫০ কেজি জিরাসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। জব্দ ভারতীয় মালামালের আনুমানিক ২ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৭৪০ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোনো ধরনের চোরা মালামাল যাতে বাংলাদেশে আসতে না পারে সে বিষয়ে বিজিবি তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। জব্দ মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার হয়েছে।

 






Shares