Main Menu

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়ার (মিঞা ভাই) দাফন সম্পন্ন

+100%-

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দৈনিক দিনদর্পণে’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়ার (মিঞা ভাই) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার জোহর নামাজের পর শেরপুর ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মাননা শেষে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বাবুল, হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানূর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিবারের পক্ষে মরহুমের ছোট ছেলে অ্যাডভোকেট কামরুজ্জামান অপু সকলের উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত করেন। তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন।

এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানান।

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃিত সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।

পরে মরহুমের মরদেহ উত্তর পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হন এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী।






Shares