বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২১ পালিত
৩১ মে ২০২১ ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। সারা বিশ্বের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক স্বাস্থ্যবিধি অনুস্মরণ পূর্বক দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল ১০টায় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল সাড়ে ১০টায় শহীদ ডাঃ মিলন সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ হিমেল খান, এমওসিএস ডাঃ মোঃ মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারী, নার্সিং কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশির নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান, খন্দকার শফিকুর রহমান, নার্সেস নেত্রী ফেরদৌসী বেগম প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ঈড়সসরঃ ঃড় ছঁরঃ- আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি”। সভায় বক্তাগণ প্রতিপাদ্য বিষয়ের উপর বিশদ আলোচনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য স্ব স্ব ক্ষেত্র থেকে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজবাহুল ইসলাম।