Main Menu

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আওয়াল এর ইন্তেকাল ॥ জানাজা ও দাফন সম্পন্ন

+100%-

bartashok
শহরের সরকারপাড়াস্থ মরহুম আব্দুল ওয়াহেদ উরফে আফিল উদ্দিন এর বড় পুত্র, ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডস্থ মেসার্স সুলতান ষ্টোর এর সত্বাধীকারী, মোঃ সুলতান মাহমুদ এর পিতা হাজী মোঃ আব্দুল আওয়াল (৭০) শারিরীক অসুস্থতা জনিত কারণে ঢাকা থেকে চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরকারপাড়াস্থ বাস ভবনে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর শনিবার দিবাগত রাত প্রায় ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তিনি অত্যন্ত মিশুক এবং বন্ধু বৎসল ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যা, স্ত্রী, ২ বোন সহ বিপুল সংখ্যক আত্মীয়, শুভাকাংখী রেখে গেছেন। মরদেহ বাস ভবনে আসার পর মুহুর্তের মধ্যে হাজী মোঃ আব্দুল আওয়াল এর মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়লে তাঁকে শেষবার দেখার জন্য বাসভবনে শোকাহত আত্মীয় ও শুভাকাংখীদের ভীড় জমে। পারিবারিক সিদ্ধান্তে শেষে গোসলের পর বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে গত রবিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া পি টি টি আই মাঠে জানাজার পর মরহুমের মরদেহ রেলওয়ে ষ্টেশন সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি






Shares