Main Menu

বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ারুল বারীর ইন্তেকাল।জেলা কাজী সমিতির শোক।।

+100%-

57297বিশিষ্ট আলেমে দ্বীন ও ওয়ায়েজ, ঢাকাস্থ যাত্রাবাড়ী জামে মসজিদের খতিব, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়াস্থ নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আনোয়ারুল বারী গত শুক্রবার রাত সাড়ে ৩টায় কলেজপাড়ায় তাঁর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ কন্যা, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এই বরেণ্য আলেমে দ্বীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া এর শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমানসহ জেলার বিভিন্ন আলেম-ওলামাসহ মরহুমের অগণিত শিক্ষার্থীগণসহ কলেজপাড়ার বিশিস্ট ব্যক্তিবর্গ। নামাজে জানাজায় ইমামতি করেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর)। পরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়াস্থ মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে আল্লামা আনোয়ারুল বারীর মৃত্যুতে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির শোক
বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা আনোয়ারুল বারীর আকষ্মিক ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি পীরজাদা কাজী মাওলানা ইয়াহিয়া মাসউদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী আবুল কালাম, মাওলানা কাজী নাছির আহমদ সরকার, সাধারণ সম্পাদক কাজী মাওলানা এড. ইসলাম উদ্দিন দুলাল, কাজী মাওলানা আবু জামাল, কাজী মাওলানা ছফিউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Shares