Main Menu

খেলাঘর ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্ধোধন

বিজয় মেলা কোন এক আকর্ষিক বিষয় নয়, সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে :—-র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

mp171216ডেস্ক ২৪::জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ উদ্ভোদন হল খেলাঘর ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি মুক্তিযুদ্ধের বিজয় মেলাা। শনিবার রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ।

তিনি অনুষ্ঠানে বলেন,  বিজয় মেলা কোন এক আকর্ষিক বিষয় নয়, সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে ।নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বুঝানোর জন্য বিজয় মেলা সকল স্তরে অনুষ্ঠিত হয়। তিনি খেলাঘর জেলা কমিটি আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুভ উদ্বোধন ঘোষনা করেন।

খেলাঘর জেলা কমিটির সভাপতি ডা. মোঃ আবু স্ঈাদ এর সভাপতিত্বে ও খেলাঘর কর্তৃক প্রকাশিত শিশু কন্ঠের সম্পাদক জুয়েলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেরা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা খানম নিশাত।

অনুষ্ঠানে সকল বিশেষ অতিথি তাদের নিজ নিজ বক্তব্যে খেলারঘর জেলা কমিটির জেলা কমিটির বিজয় মেলাকে সাধুবাদ জানায় । এর আগে বিজয়মেলার মঞ্চে কবিতা আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংঠনের শিশু-কিশোরবৃন্দ ও নবনিতা রায় বর্মনসহ তার দল ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কুমিল্লা আবৃত্তি সংসদের বাচিক শিল্পী কাজী মাহতাব সুমন। আলোচনা শেষে উক্ত বিজয় মেলায় আবৃত্তি, নৃত্য ও গান বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠিত হয়।






Shares