Main Menu

বিজয়নগর ও আখাউড়া উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

+100%-

AKHURA1

জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানেরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। অদ্য ২১ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোঃ মোশাররফ হোসেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতারুন্নেছা শিউলী,  মোহাম্মদ আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন- বুধন্তী ইউনিয়নে জিতু মিয়া, চান্দুরায় শামীমুল হক চৌধুরী, চর ইসলামপুর ইউপিতে ডানা মিয়া, পাহাড়পুর ইউপিতে আবদুর রশিদ খন্দকার, হরষপুর ইউনিয়নে সারওয়ার রহমান, বিষ্ণুপুর ইউপিতে জামাল উদ্দিন ভূঁইয়া, পত্তন ইউনিয়ন পরিষদে কামরুজ্জামান রতন, চম্পকনগরে হামিদুল হক, দক্ষিণ সিংরাবিলে মনিরুল ইসলাম এবং ইছাপুরা ইউনিয়ন পরিষদে উত্তর জিয়াউল হক বকুল (আ’লীগ বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।

আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন- আখাউড়া উত্তর আবদুল মান্নান ভূঁইয়া, আখাউড়া দক্ষিণ জালাল উদ্দিন, মোগড়া মনির হোসেন, মনিয়ন্দ কামাল ভূঁইয়া ও ধরখার আরিফুল হক বাছির।






Shares