Main Menu

বা.মো.ফো.রি.ব্যা.ব্য.এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ।

+100%-

মোবাইল রিচাজ ও ব্যাংকিং এজেন্ট ব্যাবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গঠিত – বাংলাদেশ মোবাইল ফোন রিচাজ এ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী এ্যাসোসিয়েশন –ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ বিকালে শহরের স্মৃতি চাইনিজ রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । উক্ত সংগঠনের যুগ্ম আহবায়ক –মোঃ আজিম খান বাবু’র সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সন্মানিত সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে –অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল-ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠ ডট কম এর সম্পাদক ও জেলা কমিটির সদস্য – মোঃ মাহফুজুর রহমান পুষ্প, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক- জনাব আবু নাছের রতন, সাবেক সভাপতি–মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক – এস এম রবিন, যুগ্ম আহবায়ক – মোঃ শরীয়ত উল্লাহ, যুগ্ম আহবায়ক –মোঃ মোরাদ আহমেদ, সাধারণ সম্পাদক–কাজী তানভীর, সদস্য –মোঃ রফিকুল ইসলাম বিল্লাল, মোঃ কাউছার আহমেদ, আমিনুল ইসলাম হোসেন, মোঃ ইউসুফ খান, মোঃ মাসুদ, মোঃ মোমেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ও মোঃ মামুনুর রশীদ বাবু, পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন-সংগঠনের সন্মানিত সাধারণ সম্পাদক–কাজী তানভীর, তিনি তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য উদ্যেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি সকল রিটেলার ও এজেন্টদের নিজেদের মঙ্গলের জন্যই একই প্ল্যাটফর্মে ঊঠে আসার আহবান জানান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–মোঃ বিল্লাল হোসেন,জনাব আবু নাছের রতন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শরিয়ত উল্লাহ, মোঃ মুরাদ হোসেন, মোঃ হোসেন মিয়া, মাওঃ মোঃ শরীফ উদ্দিন, সহ আরো অনেকে আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে ডিলার কর্তৃক অনৈতিক চাপ ও কথায় কথায় রিটেলার ও এজেন্ট সিম বন্ধ করার দেওয়ার মত অযৌক্তক হুমকি সহ নানা বিষয় । তারা আর বলেন কিছু কিছু ডিলার সিমে ৩ দিনের অতিরিক্ত ব্যালেন্স রাখার জন্য যে চাপ প্রয়োগ করে তা নিতান্তই অন্যায় ও অনৈতিক –এই সব অনৈতিক চাপ না মানতে সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয় । পাশাপাশি বিকাশ ডিলারের সাথে ডিও কোন লেনদেন না করা এবং হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের অনূরোধ জানানো হয় । সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কমিটি ও পৌর কমিটি গঠনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয় । এ সময় অন্যান্যদের মধ্যে শহরের শীর্ষ বিকাশ ব্য্যাবসায়ী ছাড়া ও চিনাইর থেকে মোঃ জনি, চাপুইর এর-মোঃ সেলিম, সুলতানপুরের-মোঃ বোরহান উদ্দিন, বিজেশ্বরের –মোঃ সুমন, রামরাইলের – মোঃ জুয়েল, ভাদুঘর এর- মোঃ জুবাইর, রাধিকা’র টিটু আহমেদ, ও গোকর্ণ ঘাট এর জুনাঈদ মোহাম্মদ- নাজমুল আহমেদ সহ শতাধিক ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন । এই সময় তারা সকল ভেদাভেদ ভুলে অধিকার আদায়ের যে কোন আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার করেন । পরে সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।






Shares