“বাংলা চ্যানেল” পাড়ি দিলেন প্রয়াত অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের জ্যেষ্ঠ ছেলে
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের জ্যেষ্ঠ ছেলে যমুনা ব্যাংক লিমিটেড কাঁচপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ গত ২০ ডিসেম্বর, সোমবার বাংলাদেশের সবচেয়ে বড় এডভেঞ্চার “বাংলা চ্যানেল” (টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেইন্টমার্টিন দ্বীপ= ১৬.১ কি.মি) ৫ ঘন্টা ৪১ মিনিট সময় সাঁতার কেটে পাড়ি দিয়েছে।
ঐদিন সাগর উত্তাল থাকার পরও ৭৯ জন প্রতিযোগীর মধ্যে ৫২ জন সাঁতারু বাংলা চ্যানেল সম্পন্ন করেছিল। “বাংলা চ্যানেল” পাড়ি দেওয়ায় সকল প্রতিযোগিদের শুভ কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের ছোট ছেলে ডাঃ মোস্তাফিজুর রহমান খান। তিনি সকলের নিকট তাঁর ভাইসহ সকলের জন্য দোয়া কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
« ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় পাওনা ৪০০ টাকা নিয়ে বিরোধে তরুণ খুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগর ও আখাউড়া ইউপিতে শান্তিপূর্ণ ভোট, নারী উপস্থিতি বেশি »