Main Menu

বিজয়নগর ও আখাউড়া ইউপিতে শান্তিপূর্ণ ভোট, নারী উপস্থিতি বেশি

+100%-

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে বিজয়নগর উপজেলায় দলীয় প্রতীক থাকলেও আখাউড়া উপজেলায় নেই দলীয় প্রতীক। এবার নির্বাচনে দুটি উপজেলায় প্রার্থীদের তীব্র লড়াই থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আগ্রহের সাথে উপস্থিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভিড় করতে দেখা যাচ্ছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে।

বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন, সংরক্ষিত সদস্য প্রার্থী ১০৫ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৩৩৮ জন। তবে সাধারণ সদস্য পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়নে পুরুষ ভোটার ৯৬,৮৬৪ জন, মহিলা ভোটার ৯০,০০০ রয়েছে। উপজেলায় মোট ১০৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ হচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা জানান, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ ও নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।সূত্র: নয়া দিগন্ত






Shares