ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসব :: শিক্ষার্থীদের মাঝে ৬৭ লক্ষ বই বিতরন
বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের মাঝে বই বিতরণ শেখ হাসিনা সরকারের ঐতিহাসিক কাজ: উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি




জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ বছর ব্রাহ্মনবাড়িয়া জেলায় প্রাথমিক স্তরে ২৫ লক্ষ ২ হাজার ৪ শত ৯৫টি বইসহ মাধ্যমিক পর্যায়ে মোট ৬৭ লাখ বই বিতরণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের মাঝে বই বিতরণ শেখ হাসিনা সরকারের ঐতিহাসিক কাজ। বর্তমানে তা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকার শিশুদের বই দিয়ে পড়ায় আর বিএনপি সরকার সেই বই পোড়ায়।
এ সময় তিনি শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা নতুন বইয়ের গন্ধ শুকে আগামী দিনে আলোকিত হবে। তোমরা যদি বই পড় তাহলে বঙ্গবন্ধু ও বেগম সুফিয়া কামালের মত নেতা হবে। তোমরা মানুষের মত মানুষ হবা, ধর্ম দিয়ে মানুষের বিচার করবানা।
« একটি মহল ধর্মের নানা বিষয়ে অপব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করছে: মোকতাদির চৌধুরী এমপি (পূর্বের সংবাদ)