বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আর্ট ক্যাম্পের সমাপনী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর তীরে ‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের শীতকালীন আর্ট ক্যাম্পের সমাপনী দিনের কার্যক্রম শনিবার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রসুলপুর গ্রামে আর্ট ক্যাম্পের সমাপনী দিনের কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মনজুরুল আলম, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি সাদেকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচায, সাংবাদিক জসিম উদ্দিন, এইচ.এম.সিরাজ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটুর পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন চিত্র শিল্পী দীপ্ত মোদক, রাজু সরকার, তাইবা আমজাদ প্রমুখ।
এছাড়া সমপনী দিনের প্রথম পর্বে রসুলপুর গ্রামে শিশুদের আকাঁ-আকি পরিদর্শন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন পিপিএম (সেবা)। তিনি সেখানে পৌছালে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের পক্ষ থেকে তার হাতে একটি শুভেচ্ছা স্বারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু।
প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, প্রশিক্ষণ একটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্¦পূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ শিশুর চিন্তাশক্তিকে প্রসারিত করে।শিশুরা বাস্তব অভিজ্ঞতাকে মনে রংতুলিতে রাঙিয়ে তুলে। এ ধরনের কাজ আমরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের কাছ থেকে সচারচর দেখে থাকি। শিশু নাট্যমের ব্যাতিক্রমী এ আয়োজনের মাধ্যমে আজ শিশুদের কাছেও দেখতে পারছি।
তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পে ২১৫জন শিশু অংশ গ্রহণ করে। এই ক্যাম্পে আঁকা শিশুদের ছবি বাছাই করে পরবর্তীতে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করবে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম।
এ ব্যাপারে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, প্রতি বছর এই ক্যাম্পের আয়োজন করা হয়। চোখের সামনে প্রকৃতির দৃশ্য আঁকাআঁকির কাজটি ভালো লাগে। এটি আমাদের জন্য অনেক শিক্ষণীয়।
প্রথমেই ১০টি ভাগে ভাগ হয়ে প্রায় ২শতাধিক শিশু রসুলপুর গ্রাম এবং তিতাস নদীর তীরবর্তি মানুষের জীবন-যাপন কাজ-কর্ম পর্যবেক্ষণ করে। পরে শিশুরা দল বেধে তাদের চিত্রাংকন কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশের জন্যই আমাদের এই আয়োজন। নির্ধারিত আর্ট ক্লাশের বাইরে এ ধরণের আয়োজন শিশুদের প্রতিভাকে আরো বেশি সমৃদ্ধ করবে।
আকিঁয়েদের সাথে থাকা অভিভাবকরা জানান, বঙ্গবন্ধু শততম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজনটি নিঃসন্দেহে ব্যতিক্রম। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারবে এবং শিশুরা আঁকার উদ্দেশ্যে এসে প্রকৃতিকে দেখা, ঘোরাফেরার বিষয়টি বেশ আনন্দের। শিশুরা একদিকে যেমন বিষয়টি উপভোগ করছে অন্যদিকে তাদের সুপ্ত প্রতিভারও বিকাশ হবে।
তিনদিন ব্যাপী শিশুদের শীতকালিন আর্ট ক্যাম্পে প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও চিত্র শিল্পী দীপ্ত মোদক। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাবি চারুকলা অনুষদের চিত্র শিল্পী রাজু সরকার, চিত্র শিল্পী মোবারেজ আহমেদ, ইউডার চিত্র শিল্পী আরিফুর রহমান তপু, ঢাকা আর্ট কলেজের চিত্রশিল্পী রমিত চাকমা, চিত্র শিল্পী বাবুল মিয়া, চিত্র শিল্পী আকিব আহমেদ, ইয়াসিন শুভ।