প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেরাই জীবকা নির্বাহ করতে পারবে:: জেলা প্রশাসক
ডেস্ক ২৪:: গতকাল রবিবার সকালে সমাজসেবা কার্যালয়ে প্রকল্প সমন্বয় পরিষদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, আশুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এস শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে। সরকার হিজড়া জনগোষ্ঠীকে সাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে তারা নিজেরাই জীবকা নির্বাহ করতে পারবে।