Main Menu

পৌর নির্বাচন :: ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত

+100%-

emdads

কাজীপাড়ায় নৌকার গণজোয়ার

ডেস্ক ২৪:: ২৫শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে কাজীপাড়া ক্ষণিকা কমিউনিটি সেন্টারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান জগলু, কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মোঃ আসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, সিনিয়র সহ সভাপতি আবেদুর রহমান দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন, কাউন্সিলর পদপ্রার্থী শরিফ ভান্ডারী, শাহ মোঃ আলমগীর, রাহেলা খাতুন, বিশিষ্ট ব্যাংকার আতাউর রহমান শাহীন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কাশেম প্রমুখ।

সভা পরিচালনা করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল খায়ের। কর্মীসভায় বক্তাগণ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ৮নং ওয়ার্ড থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই তারা একযোগে কাজ করবেন। আলোচনা শেষে প্রধান অতিথি সৈয়দ এ কে এম এমদাদুল বারী মেয়র প্রার্থী নায়ার কবীরের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং নৌকা প্রতীকের বিজয়ের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল আমিনের নিকট মোনাজাত করেন।






Shares