পৈরতলায় বিশাল নির্বাচনী সভায় বক্তারা
পৌরবাসির উন্নয়নে নায়ার কবিরের কোনো বিকল্প নেই, সেজন্য নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি যে দুইজন প্রার্থী রয়েছেন- তাঁদের একজন দিনের বেলা ঘুম থেকে উঠতে পারেননা, অপরজন আগুন সন্ত্রাসী। তাদেরকে ভোট দিলে পৌরসভা হবে নৈশ ও আগুন সন্ত্রাসের পৌরসভা। সেজন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবিরের কোনো বিকল্প নেই।
রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দক্ষিণ পৈরতলায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তারা এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল -মামুন সরকার, সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন এবং তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানু রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য জায়েদুল হক, হাজী মোঃ ফারুক মিয়া, শেখ জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সভাপতি এড. শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, সাবেক ভিপি হাসান সারোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলাউদ্দন আলাল, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ছেলে এনায়েত কবির বাবু, শহর আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, অলি আহমেদ, লুৎফুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ সৈয়দ জাহিন রেজা, মোঃ রাশেদ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা এস এম আলম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ তোফাজ্জল হোসেন ছোট্টু।
সভায় বক্তারা বলেন, বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কেউ নির্বাচিত হলে পৈরতলার কোনো উন্নয়ন হবেনা, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নায়ার কবির নির্বাচিত হলে পৈরতলা তথা পৌরসভার উন্নয়ন হবে। পৌরবাসির উন্নয়নে নায়ার কবিরের কোনো বিকল্প নেই, সেজন্য তাঁকেই নির্বাচত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান বক্তারা।