প্রশাসনের অনুরোধে ২৭ ডিসেম্বরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহনের অরাজকতা রোধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন —- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ডেস্ক ২৪::সোমবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামসুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নেছা শিউলী, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুজ্জামান, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী আফরোজ, এনএসআই’র উপ পরিচালক নূসরাত ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাহাবুদ্দিন, হাইওয়ে ওসি মোঃ হুমায়ুন কবীর, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, জেলা মোটরযান পরিদর্শক প্রদীপ কুমার দেব, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, জেলা লোকাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নিয়ামত খান, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার চৌধুরী, মোঃ ফুল মিয়া ভূইয়া, কাজী তাহসিন, মোঃ সেলিম, আনিছুর রহমান প্রমুখ। সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে ২৭ ডিসেম্বরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, পরিবহনের অরাজকতা রোধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এর একটি স্থায়ী সমাধান করতে হবে। যাতে করে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলে স্বাচ্ছন্দে পরিবহন ব্যবসা চালিয়ে যেতে পারেন সেদিকে সকলের নজরদারি বাড়ানো উচিত। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আলোচনা শেষে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামছুল হককে আহবায়ক করে পরিবহনের সাথে সংশ্লিষ্ট মালিক শ্রমিকদের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করেন। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পরিবহন মালিক শ্রমিকদের ৪ দাবীর একটি স্থায়ী সমাধানের পথে পরিবহন সেক্টর এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।